
মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,খালেদা জিয়া দণ্ডাদেশপাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাদন্যতায় ও মহানুভবতায়। তিনি আরো বলেন,খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। শনিবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি মহানগর এক্সপেসে করে আখাউড়ায় আসেন। সেখান থেকে তিনি সড়ক পথে কসবায় যান।
বিএনপির হরতাল কর্মসূচির হুংকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।