• শিরোনাম

    শিক্ষার্থীদের ১ তারিখের মধ্যে বিনামুল্যে বই দেওয়া হয়—জেলা পরিষদ চেয়ারম্যান

    পাবনা প্রতিনিধি : বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

    শিক্ষার্থীদের ১ তারিখের মধ্যে বিনামুল্যে বই দেওয়া হয়—জেলা পরিষদ চেয়ারম্যান

    apps

    পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। তাঁর যুগোপযোগী পদক্ষেপে সারাদেশে শিক্ষার্থীদের হাতে ১ তারিখের মধ্যে বিনামুল্যে বই তুলে দেওয়া হয়। শিক্ষাঙ্গন ও নারী শিক্ষার প্রসারে জননেত্রী নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। নারীরা আরও এগিয়ে আসুক দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে।

    বুধবার (৭ ডিসেম্বর-২০২২ খ্রি.) দুপুরে ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ পাবনা’র মিলনায়তনে ২০২২ বর্ষের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুবই সুশৃঙ্খল, যেটা অন্য কোথায়ও দেখিনি। বিভিন্ন সময়ে দেখেছি যেখানেই পুরস্কার বিতরণ হয়, সেখানেই ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পুরস্কৃত হয়। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, মানুষের মতো মানুষ হয়ে মানব সেবায় তোমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

    ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ পাবনা’র গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শামসুর রহমান মানিক, এ্যাডভোকেট হাতেম আলী।

    স্বগত বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। আরও বক্তব্য দেন সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি আব্দুল আলীম বিশ্বাস ও স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মাহফুজা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজর শিক্ষক, সুধীজন, শিক্ষার্থীরদের অভিভাবক ও শিক্ষার্থীরা।

    এর আগে জাতির সূর্য সন্তান, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন শিক্ষা প্রতিষ্ঠানটির মুল ফটকে প্রবেশ করতেই সুসজ্জিত স্কাউট দল তাকে সম্মান প্রদর্শন করেন।

    এরপর সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন-কে লাল সবুজের উত্তরীয় পড়িয়ে সম্মান জানান এবং সম্মাননা ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠান শেষে এই শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ বর্ষের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৮ জনসহ মোট ২০৮ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ডায়েরী দেওয়া হয়।

    বাংলাদেশ সময়: ১১:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ