• শিরোনাম

    রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ওষুধ ও জরিমানা আদায় আইন শৃঙ্খলা বাহিনী

    শরীফ আহমেদ প্রতিবেদন: বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

    রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ওষুধ ও জরিমানা আদায় আইন শৃঙ্খলা বাহিনী

    apps

    ঢাকার কদমতলী, কামরাঙ্গীরচর ও দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স এবং অবৈধ ও মানহীন গিজার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৫ লক্ষ ০৫ হাজার টাকা জরিমানা।
    আজ ২৮ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দল রাজধানীর ঢাকার কদমতলী, কামরাঙ্গীরচর ও দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স এবং অবৈধ ও মানহীন গিজার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫,০৫,০০০/- (পঁচিশ লক্ষ পাঁচ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে পি এইচ বি ক্যাবলসকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, এম এস জি এম প্রাইম ক্যাবলসকে নগদ-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, তানিয়া ক্যাবলসকে নগদ- ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, এস এস ক্যাবলসকে নগদ- ২০,০০০/- (বিশ হাজার) টাকা, মামা-ভাগ্নে ওয়ার ড্রইংকে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, মিশু মেটাল’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, কনফিডেন্স ফুড প্রডাক্টসকে- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ইউনিভার্সাল এন্টারপ্রাইজকে নগদ- ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, শখ এক্সক্লুসিভ ব্রান্ড শপকে- ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা, রাজিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও কাওসার এন্টারপ্রাইজকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট ০১ লক্ষ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার,ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়।

    বাংলাদেশ সময়: ৯:২১ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ