• শিরোনাম

    মৌসুমি বৃষ্টিতে আমন চাষে ফিরেছে স্বস্তি পরিচর্যায় ব্যস্ত চাষীরা

    শাহরিয়ার আহমেদ পরাগ সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

    মৌসুমি বৃষ্টিতে আমন চাষে ফিরেছে স্বস্তি পরিচর্যায় ব্যস্ত চাষীরা

    apps

    নরসিংদীর রায়পুরায় আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি খরায় পানির অভাবে চাষাবাদে পড়েছিল ভাঁটা। এখন টানা কয়েকদিনের বৃষ্টিতে চাষীদের মাঝে ফিরেছে স্বস্তি। চাষীরা চারা রোপণ শেষে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।রায়পুরা উপজেলার উল্লেখযোগ্য রায়পুরা, মুছাপুর, মির্জাপুর, মহেষপুর, উত্তর বাখরনগর, পলাশতলী, মির্জানগর, অলিপুরা, মরজাল, আমিরগঞ্জ ইউনিয়নসহ বেশকিছু এলাকায় গিয়ে দেখা যায়, চাষীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
    স্থানীয় কৃষক স্বপ্ন বিশ্বাস, বাদল মিয়া, আব্দুর রহমানসহ অনেকে বলেন,’শুরুতে বৃষ্টি না থাকায় সেচের পানিতে বেশিরভাগ জমি রোপণ করি। পরে একটানা বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। পরিচর্যায় মনোযোগ দিচ্ছেন তারা। টানা মৌসুমি বৃষ্টিতে ক্ষেত গুলো ভালো দেখাচ্ছে। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকের মাঝে কিছুটা ভয় থাকলেও ভালো ফলনে লাভের আশায় স্বপ্ন দেখছেন চাষীরা।

    চাষী হারুনুর রশিদ বলেন, ‘গত মৌসুমে দাম ও ফলন বেশ ভালো পাওয়ায় এবারও চাষাবাদ করি। চলতি মৌসুমে সার কীটনাশকসহ বিভিন্ন খরচ বেড়েছে। তবে আগামীতে বৃষ্টি না হলে খরচ আরও বেড়ে যাবে।’

    উপজেলা কৃষি কর্মকর্তা মো:মোস্তাফিজুর রহমান বলেন, চাষীরা পরিচর্যায় ব্যস্ত। চলতি মৌসুমে ৮৬৫৯ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে। চলতি মৌসুমে ৬শ ৫০ জন উপকারভোগী কৃষকের মাঝে সরকারিভাবে উচ্চফলনশীল (উফশী) পাঁচ কেজি বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়।

    তিনি আরও বলেন, প্রাকৃতিক বৃষ্টিপাতের মাধ্যমে এ মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যায়। তাই এ মৌসুমে সেচের খরচ কম হয়। তবে চলতি মৌসুমে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় চাষাবাদে দেরি হয়েছে। টানা বৃষ্টিপাতে চাষীদের মাঝে ফিরেছে স্বস্তি। পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

    বাংলাদেশ সময়: ৮:২২ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ