
আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ | বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয় বলেন, মুজিব আদর্শের সৈনিক যতদিন বেঁচে আছে, ততদিন জননেত্রী শেখ হাসিনাকে কেউ হত্যা করতে পারবেনা। সিরাজগঞ্জ জেলা বিএনপির এক কুলাঙ্গার শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে তিনি আরো বলেন, বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে, ৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা খুনি জিয়ার প্রত্যক্ষ মদদ ছিল। ৩রা নভেম্বর জেলহত্যা, ২১ শেখ আগষ্ট গ্ৰেনেড হামলা করে ২৪ জনকে হত্যা বিএনপি জামায়াত জোট সরাসরি জড়িত। তারা রাষ্ট্র ক্ষমতায় এলেই, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করে। আজ তারা দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্রে লিপ্ত ।
আজ যারা হত্যার রাজনীতি করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। সেই জন্য সকল নেতা কর্মীদের সোচ্চার হতে হবে।
২১ জুন বুধবার সকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১৬ জুন সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সভায় জনসম্মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার প্রমুখ।
Posted ১১:৪০ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।