• শিরোনাম

    বিসিবির ব্যাটিং কোচের চিন্তায় লেইস

    অনলাইন ডেস্ক শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

    বিসিবির ব্যাটিং কোচের চিন্তায় লেইস

    apps

    ক্রীড়া প্রতিবেদক: নীল ম্যাকেঞ্জি বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন। পরিবার রেখে করোনার মধ্যে বিদেশে থাকতে চান না তিনি। ম্যাকেঞ্জির দারুণ এক বিকল্পও পেয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিউই ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। কিন্তু ব্যক্তিগত কারণে ম্যাকমিলান দায়িত্ব নেওয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছেন।

    এখন বিসিবি মুমিনুল-লিটনদের ব্যাটিং কোচ হিসেবে ইংল্যান্ডের জন লেইসের কথা চিন্তা করছে। তিন ফরম্যাটেই তাকে দায়িত্ব দিতে পারে বোর্ড। সেজন্য ইংলিশ এই কোচ ঢাকাতে এসে সাক্ষাৎকারও দিতে পারেন। কারণ বোর্ড তার পরিকল্পনা জানতে চায়। তিন ফরম্যাটে যেহেতু এক কোচ নেওয়ার পরিকল্পনা বিসিবির তাই বুঝতে চায় লেইসের কোচিং দর্শন।

    বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন, ব্যাটিং পরামর্শকের ফাঁকা পোস্টের জন্য আমরা জন লেইসকে বিবেচনা করছি। এছাড়া আরও ক’জন আগ্রহী প্রার্থীর সঙ্গে আমাদের আলাপ হচ্ছে। তবে তাদের নাম এখন আমরা জানাতে চাই না।’ লেইস এর আগে ডুরহামের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। শ্রীলংকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শকও ছিলেন তিনি।

    বাংলাদেশ সময়: ৮:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ