• শিরোনাম

    বান্দরবান সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

    আলামগীর সুমন, বান্দরবান প্রতিনিধি : বুধবার, ১৪ জুন ২০২৩

    apps

    ২য় পর্যায়ে দেশের অন্যান্য জেলার মত বান্দরবান সদর হাসপাতালে বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের অন্যান্য হাসপাতালের মত বান্দরবান সদর হাসপাতালে বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় বান্দরবান সদর হাসপাতালের তত্বাবধায়কের রুমে বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবার উদ্বোধন উপলক্ষ্যে এক সভায় আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
    বান্দরবান সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা.মং টিং ঞো এর সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ভানু মারমা।
    এসময় সদর হাসপাতালে আবাসিক মেডিকেলঅফিসার ডা.এস এম আসাদুল্লাহ, ডা.অজয় কিশোর বড়ুয়া, সিনিয়র কনসালটেন্স ডা.দিপংকর চাকমা, জুনিয়র কনসালটেন্ট ডা.সুব্রত দাশ, ডা.একিং, ডা.জিয়াউল হায়দার, হাসপাতালের প্রধান সহকারী সুভাষ দাশসহ বিভিন্ন চিকিৎসক এবং নার্সরা উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.এস এম আসাদুল্লাহ বলেন, দেশের অন্যান্য জেলারমত বান্দরবান সদর হাসপাতালেও ২য় পর্যায়ে বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবার উদ্বোধন হয়েছে, আর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একটি যুগান্তকারী সাফল্য।
    তিনি আরো বলেন, এই বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবার উদ্বোধন এর ফলে রোগীরা আগের চাইতে সদর হাসপাতালে আরো বেশি সময় স্বাস্থ্য সেবা পাবে।
    আবাসিক মেডিকেল অফিসার ডা.এস এম আসাদুল্লাহ আরো বলেন, আজ ২য় পর্যায়ে বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবার উদ্বোধন হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা পুরো রুটিন মাফিক আমাদের বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবার কার্যক্রম শুরু করবো, আর এতে স্বল্পমুল্যে ও বৈকালিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্য সেবা নিতে পারবে পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দারা।

    বাংলাদেশ সময়: ৭:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মৃত্যু ২৮, শনাক্ত ১৫৪০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ