• শিরোনাম

    নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ‌্যা বেড়ে ২ হাজার ৪শত ৬৮

    অনলাইন ডেস্ক সোমবার, ০২ নভেম্বর ২০২০

    নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ‌্যা বেড়ে ২ হাজার ৪শত ৬৮

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি : সোমবার পর্যন্ত নরসিংদীতে নতুন করে আরও ২জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

    এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪শত ৬৮ জনে।

    সোমবার নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, নতুন শনাক্ত ২জন করোনা রোগী নরসিংদী সদর উপজেলার।

    এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫৩০ জনের। এর মধ‌্যে ফলাফল পাওয়া গেছে ১৩ হাজার ৫৩০টি নমুনার। প্রাপ্ত নমুনার মধ্যে মোট ২ হাজার ৪শত ৬৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১৪২২ জন, শিবপুরে ২৫৫ জন,পলাশে ২৮৮ জন, মনোহরদীতে ১১৭ জন, বেলাবোতে ১৪৯ জন ও রায়পুরা উপজেলা এলাকায় ১৭২ জন রোগী আছেন।

    জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ১১৯ জন এবং হাসপাতালে আইসোলেশনে আছেন ৬ জন।

    এ পর্যন্ত আইসোলেশনমুক্ত হয়েছেন ২ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে সদর উপজেলায় সদর ১৩৪৫ জন, শিবপুরে ২৪১ জন, পলাশে ২৬৬ জন, মনোহরদীতে ১৭৪ জন, বেলাবে ১৪৪ জন ও রায়পুরা উপজেরায় ১৬৯ জন রয়েছেন।

    করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৪৪ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২৫ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরায় ৬ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে ৩ জন করোনায় মারা গেছেন।

    বাংলাদেশ সময়: ১:৩১ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ