• শিরোনাম

    বাংলাদেশ বার কাউন্সিলের বেনাভলেন্ট ফান্ডের বর্ধিত পুন নির্ধারণ চাঁদা দেওয়া আইনজীবীদের পক্ষে অসম্ভব এ বিষয়ে হাইকোর্ট রীট

    নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

    apps

    গত ২১/১/২৪ ইং তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোঃ রবিউল আলম, বাংলাদেশ বার কাউন্সিলের বেনাভলেন্ট ফান্ডের বর্ধিত চাদা চ্যালেঞ্জ করিয়া রীট পিটিশন নং-১৪২৩/২০২৪ দায়ের করেন। যাহা গত ০৫/০২/২০২৪ ইং তারিখে কোর্ট নং-২৩ (মেইন) এ আইটেম নং-১২২ তে আসে। পরবর্তীতে উক্ত কোর্টে ৩৪নং আইটেম শুনানী হয়। শুনানীকালে আবেদনকারী পক্ষে আইনজীবী মোঃ হারুনুর রশিদ, এম.বি.এম. বায়েজীদ, মোঃ দেলোয়ার হোসেন এবং আইনজীবী সোহানা শারমিন শুনানী করেন এবং শুনানীকালে বলেন , ২০২২ সালে বেনিভলেন্ট ফান্ডের তিনটি স্তরে যথাক্রমে ১৯০০/-, ২২০০/- এবং ২৭০০/- টাকা নির্ধারিত ছিল। যাহা ২০২৪ সাল থেকে উক্ত চাঁদা ১৯০০/- থেকে ৫০০০/-, ২২০০ থেকে ৬০০০/- এবং ২৭০০/- থেকে ৭০০০/- পুন নির্ধারণ করা হয়। যা খুবই অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূতভাবে ধার্য করা হয়েছে। যা আইনজীবীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে এবং অধিকাংশ বিজ্ঞ আইনজীবীদের পক্ষে দেওয়ার সামর্থ নেই। যা বার কাউন্সিলের মূল উদ্দেশ্যে ব্যাহত হয়েছে এবং বিজ্ঞ আইনজীবীদের কল্যাণের পরিবর্তে অকল্যাণ হয়েছে। বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি আতাবুল্লাহ এর দ্বৈত বেঞ্জে শুনানীকালে বিচারপতিগণ ধৈর্য্য সহকারে শুনেন এবং মাননীয় আদালত বার কাউন্সেলের নির্বাচিত সদস্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি আতাবুল্লাহ শুনানী শেষে রুল নিশি জারী করেন এবং উরৎবপঃরড়হ দেন। আবেদনকারীর পক্ষে বিজ্ঞ সিনিয়র প্রবীন আইনজীবী জনাব মোঃ হারুন-উর-রশিদ, প্রবীন আইনজীবী জনাব এ.বি.এম. বায়েজীদ, প্রবীন আইনজীবী মোঃ দেলোয়ার হোসেন এবং আইনজীবী সোহানা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৩:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ