
শফিকুল ইসলাম;বিশেষ প্রতিনিধিঃ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
বরিশালে বিএনপির বিভাগীয় গন সমাবেশ সফল করতে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি সভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। আজ শুক্রবার(৩ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে এই প্রস্তুতি সভা শেষে জনসংযোগ ও লিফলেট বিতরন শুরু হয়। পরে সারাদিন স্থানীয় বিভিন্ন বাজার ও মহাসড়কে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনসংযোগ করেন।
জনসংযোগকালে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, এদেশের সিংহভাগ মানুষের জীবন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সিংহভাগ মানুষকে আমরা জানাতে এসেছি, তাদের এই কষ্ট লাঘবের জন্য বিএনপি দশদফা নিয়ে রাজপথে এসেছে। জনগণের এই কষ্ট লাঘবের জন্য রাজপথে নেমে বিএনপির অনেক নেতাকর্মী ইতোমধ্যে কারাভোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলনে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে।আমরা আরও জীবন দিতে প্রস্তুত আছি।তারপরেও এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বিএনপি রাজপথে আন্দোলন করে যাবে। কিন্তু দশ দফার প্রথম দফা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা এবং এদেশে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। তাই আগামীকাল একযোগে বিভাগীয় গনসমাবেশ সফল করতে সবাইকে উপস্থিত থাকতে হবে।
আমরা জনগণকে জানাতে এসেছি, এদেশের জনসাধারণের জন্য বিএনপির আরো নেতাকর্মীর রক্ত এই রাজপথে ঝরে, তারপরেও এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বিএনপি রাজপথে আন্দোলন করে যাবে। এ সময় জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন গাজী অহিদুজ্জামান লাভলু সদস্য সচিব পিরিজপুর জেলা বিএনপি ,শেখ রিয়াজউদ্দিন রানা যুগ্নআহবায় পিরোজপুর জেলা বিএনপি, মিজানুর রহমান দুলাল আহ্বায়ক নাজিরপুর উপজেলা বিএনপি , রফিকুল ইসলাম ফারাজী,সফিকুল ইসলাম সাফিক যুগ্ন আহবায়ক নাজিরপুর উপজেলা বিএনপি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লীলন, ছাত্রদলের সাবেক আহবায়ক মাজেদুল কবির রাসেল সহ জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Posted ৮:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।