বুধবার ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোবারক হোসেন

মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ   |   বুধবার, ১২ জুলাই ২০২৩   |   প্রিন্ট

প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোবারক হোসেন

প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মোবারক হোসেন। যাচ্ছেন অষ্টেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি অধ্যায়নের জন্য।
এবারের ১০ জন পিএইচডি গবেষকের মধ্যে মোবারক হোসেন একজন।রোববার (৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে আনুষ্ঠানিকভাবে এ ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জিআইইউ’র মহাপরিচালক অধ্যাপক মো. আবদুল লতিফ।

জানা গেছে, এই বৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে আগে নিজ যোগ্যতায় বিশ্বের ১ শ’ র‌্যাংকিংয়ের মধ্যে থাকা যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। ভর্তি নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ)- আওতায় এই বৃত্তির জন্যে আবেদন করতে হয়।
প্রধানমন্ত্রীর বৃত্তি পাওয়া অধ্যয়ন করতে এ বছরের শেষের দিকে মোবারক হোসেন অষ্টেলিয়ার উদ্দেশে পাড়ি জমাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ হতে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান) ক্যাডারের ৩১তম ব্যাচের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক হিসেবে কর্মরত আছেন। কর্মজীবনে তিনি জাতীয় হিসাব পরিসংখ্যান, দারিদ্র্য ও জীবন-জীবিকা পরিসংখ্যান প্রণয়নের সাথে সম্পৃক্ত। প্রাকৃতিক দুর্যোগের সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের ভোগ ব্যয়, খাদ্য নিরাপত্তার ওপর প্রভাব ও তা হতে উত্তরণে করণীয় নির্ধারণ সংক্রান্ত বিষয়ে তিনি গবেষণা পরিচালনা করবেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের সন্তান।

Facebook Comments Box

Posted ১২:১২ পূর্বাহ্ণ | বুধবার, ১২ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins