• শিরোনাম

    পারিবারিক দ্বন্দ্বের জেরে এডভোকেট নিমাই চাঁদ রায় ও তার পরিবার লোকজনকে প্রাণনাশের হুমকি।

    প্রতিনিধি, দিনাজপুর: শনিবার, ২৯ জানুয়ারি ২০২২

    apps

    দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের ধামাহার গ্রামের এডভোকেট নিমাই চন্দ্র রায় ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের ও লাশ গুম করার হুমকি প্রদর্শন করছে একই এলাকার সবুজ চন্দ্র রায়, মিলন চন্দ্র রায়, ভীষ্মরাজ রায় ও বিশ্বজিৎ রায় বকুল । এ বিষয়ে আডভোকেট নিমাই চন্দ্র রায় ১৬/০১/২০২২ ইং তারিখে সবুজ চন্দ্র রায়,মিলন চন্দ্র রায়,ভীষ্মরাজ রায় ও বিশ্বজিৎ রায় এর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তার জিডি নং: ৯৪৩ । সাধারণ ডায়েরীতে এডভোকেট নিমাই চন্দ্র রায় বলেন ১১/০১/২০২২ ইং তারিখে সকাল ৮ ঘটিকায় দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সবুজ,মিলন, ভীষ্মরাজ ও বিশ্বজিৎ একত্রিত হয়ে আমাদের বাড়ির উঠোনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বলে আমার পরিবারের সদস্যদের একাকী রাস্তায় পেলে খুন করে লাশ গুম করে দেবে। আমার ভাই শহরের বালুবাড়ীতে স্বদেশ ক্লিনিক এর ম্যানেজার ।তাই সে প্রতিদিন সকালে গ্ৰাম থেকে শহরে আসে।এসময় আমার বৃদ্ধ পিতা বাড়িতে একা অবস্থান করে।১১/০১/২০২২ ইং তারিখে বিকাল চার ঘটিকায় অজ্ঞাতনামা কয়েক জনকে সঙ্গে নিয়ে ভীষ্মরাজ ও বিশ্বজিৎ আমার ভাইকে হত্যা ও লাশ গুম করার হুমকি দেয় । এসময় ক্লিনিক এর লোকজন বেরিয়ে এলে ভীষ্মরাজ ও বিশ্বজিৎ সুকৌশলে এলাকা ত্যাগ করে। আসামিরা বিভিন্ন সময়ে ফোনে থানার সাধারণ সম্পাদক ও আইন শৃংখলা বাহিনীর উদ্ধতন কর্মকর্তার পরিচয় এ হুমকি প্রদান করে আসছে। সুযোগ পেলেই আসামিরা আমাদের ক্ষতি সাধন করার অপচেষ্টায় লিপ্ত। এমতাবস্থায় আমি ও আমার পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে দিনাতিপাত করছি। আসামিরা আমার ও আমার পরিবারের যেকোনো সময় ক্ষতি সাধন করতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমি ও আমার পরিবারকে রক্ষার জন্য আশু হস্তক্ষেপ কামনা করছি।

    বাংলাদেশ সময়: ৪:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ