• শিরোনাম

    পবায় ইএসডিও’র উদ্যোগে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

    নিজস্ব প্রতিবেদকঃ রবিবার, ২৪ জুলাই ২০২২

    পবায় ইএসডিও’র উদ্যোগে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

    apps

    পবায় ইএসডিও এর উদ্যোগে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ইকো-সোশ্যাল ডেভলভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক পরিচালিত শিক্ষা প্রকল্প আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় সিটি করপোরেশনঃ- পবা, পুঠিয়া, গোদাগাড়ি, মোহনপুর, দুর্গাপুর, চারঘাট (উপজেলা) উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। পবা উপজেলায় ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ৭০টি শিখন কেন্দ্র চালু রয়েছে। রবিবার (২৪ জুলাই) কাটাখালি পৌরসভা মাসকাটাদিঘী পশ্চিমপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী খাঁন। এসময় বিশেষ অতিথি ছিলেন কাটাখালী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইয়াছিন আলী, আওয়ামী লীগ সভাপতি মো. মানিক, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, কাটাখালী পৌর কৃষক লীগ নেতা টিপু সুলতান, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. মোস্তাক আলী ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, ইএসডিও’র কাটাখালী এরিয়ার শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম সুপারভাইজার খুকুমণি ও শিক্ষক কামরোজ ইয়াসমিন কাকলীসহ প্রমুখ।

    বাংলাদেশ সময়: ১০:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ জুলাই ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ