• শিরোনাম

    নেত্রকোণায় দুই দিনব্যাপী সাহিত্য মেলা

    নেত্রকোণা প্রতিনিধি: শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

    নেত্রকোণায় দুই দিনব্যাপী সাহিত্য মেলা

    apps

    জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পাবলিক হল মিলনায়তনে গতকাল শুক্রবার সকাল থেকে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা হচ্ছে। গতকাল শুক্রবার সকালে পাবলিক হল মিলনায়তে সাহিত্য মেলার আলোচনা সভায় নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম. খালিদ (এমপি), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল (এমপি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের (উন্নয়ন ও পরিকল্পনা) যুগ্ম-সচিব মো.শামীম খান, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, নেত্রকোণা পৌর সভার মেয়র মো.নজরুল ইসলাম খান,নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলা একাডেমির পান্ডুলিপি সম্পাদক আবু শামস্ নূর মোহাম্মদ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে কে.এম. খালিদ (এমপি) বলেন- নেত্রকোণা জেলা কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, লেখক, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, বাউল শিল্পী, নাট্যকারের উর্বর স্থান তাই দ্রুত সময়ের মধ্যে নেত্রকোণা জেলায় সাংস্কৃতিক উৎসব করার জেলা প্রশাসন কে আহ্বান করেন সেই সঙ্গে নেত্রকোণার পাবলিক হল মেরামত সহ অডিটরিয়ামের জন্য বরাদ্ধ প্রদান এবং এক মাসের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার আশ্রস্থ করেন। দুপুরে নেত্রকোণার লেখকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
    পরে বাংলা একাডেমির পান্ডুলিপি সম্পাদক আবু শামস্ নূর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ ও প্রবন্ধের উপর আলোচনা করেন- নেত্রকোণা জেলার সাহিত্য-সংস্কৃতি নিয়ে প্রবন্ধপাঠ করেন ছড়াকার ও প্রাবন্ধিক সাংবাদিক সঞ্জয় সরকার এই প্রবন্ধের উপর আলোচনা করেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, নেত্রকোণা জেলার কবিতা ও ছড়া নিয়ে প্রবন্ধপাঠ করেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি ও প্রাবন্ধিক সরোজ মোস্তফা এই প্রবন্ধের উপর আলোচনা করেন প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার, নেত্রকোণা জেলার কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ ও অন্যান্য বিষয় নিয়ে প্রবন্ধপাঠ করেন গবেষক ও প্রাবন্ধিক সাংবাদিক রাখাল বিশ্বাস এই প্রবন্ধের উপর আলোচনা করেন- নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিধান মিত্র। এছাড়াও আজ শনিবার বিকেলে সাহিত্যপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

    বাংলাদেশ সময়: ৭:২০ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ