• শিরোনাম

    নরসিংদীর মনোহরদীতে পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে অর্থদণ্ড

    অনলাইন ডেস্ক বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

    নরসিংদীর মনোহরদীতে পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে অর্থদণ্ড

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি : পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগের মনোহরদী বাজারে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয় যেন ৫০/৫৫ টাকার বেশি কেউ দাম না রাখে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে এবং মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এ অভিযান পরিচালনা করেন।

    মোবাইল কোর্টে যেসব ব্যবসায়ী পেঁয়াজের দাম ৫০-৫৫ টাকা না রেখে ৮০-৯০ টাকায় বিক্রি করছেন এ রকম তৎক্ষনাত দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সকল ক্রেতাসাধারণদের জানানো হয় কেউ যেন বেশি দামে পেঁয়াজ থেকে শুরু করে রসুন, আলু, আদা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যাদি ক্রয় না করে।

    বাংলাদেশ সময়: ১২:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ