• শিরোনাম

    নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পন্ড

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩

    নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পন্ড

    apps

    বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ক্ষমতাসীন আওয়ামী লীগের বাঁধার মুখে পন্ড হয়ে গেছে।

    আজ ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের উত্তর পাশে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি ছিল। অপরদিকে একই দিনে একই সময়ে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করে।

    উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী ছিল। সেই লক্ষ্যে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হচ্ছিলো। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে আওয়ামী লীগেরা হামলা করে। তারা আমাদের এখানে চেয়ার ভাংচুরসহ নেতা কর্মীদের মারধর করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তারা আমাদের উপর ইট পাটকেল ছুঁড়ে। এ ঘটনায় আমাদের ৫ জন আহত হয়।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ পূর্ব নির্ধারিত কর্মসূচি। উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের আগে মিছিলের উপরে বিএনপি নামক সন্ত্রাসীরা অতর্কিত ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। পরে আমরা স্থানীয় জনসাধারণ নিয়ে ঐ বিএনপি নামক সন্ত্রাসীদের প্রতিহত করেছি।

    নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচী ছিল। আওয়ামী লীগের একটি মিছিল বিএনপির কার্যালয়ের দিকে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে সরিয়ে দেই। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। ককটেল বা গুলিবর্ষণ এর কোন ঘটনা ঘটেনি। হতাহতের কোনো ঘটনা নেই।

    বাংলাদেশ সময়: ৯:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ