• শিরোনাম

    নকলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভা

    মিন্টু খন্দকার নকলা প্রতিনিধিঃ মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

    নকলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভা

    apps

    শেরপুরের নকলায় আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে সিয়াম সাধনা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৪ মার্চ ঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বুলবুলআহম্মেদ সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় উপস্থিত নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওযামীলীগের সভাপতি আম্বিয়া খাতুন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,কৃষি অফিসার আ: ওয়াদুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নকলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা বুলবুল ৫ নং বানেশ্বদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

    সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্যের নিশ্চিতকরণের প্রতি গুরুত্ব আরোপ করে সভার সভাপতি ইউএনও বুলবুল আহম্মেদ তাঁর বক্তব্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও সংযম পালনকালে রোজাদারগণের কষ্ট লাঘবে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

    বাংলাদেশ সময়: ৬:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ