• শিরোনাম

    ধামরাইয়ে মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

    মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

    ধামরাইয়ে মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

    apps

    ঢাকার ধামরাইয়ে মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দেপাশাই প্রগতি সংঘকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন রাজাপুর আদর্শ সমিতি।

    উপজেলার বালিয়া ইউনিয়নের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

    প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পূর্ণ খেলা উপভোগ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এনামুল হক আইয়ুব। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারতীয় হাইকমিশনার স্ক্যান্ড টায়েল।

    দক্ষিণ দেপাশাই প্রগতি সংঘের জালে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে রাজাপুর আদর্শ ক্লাব। প্রথমার্ধে পুরোটা সময় কোণঠাসা হয়ে ছিলো দক্ষিণ দেপাশাই। দ্বিতীয়ার্ধে হালকা ঝলক দেখালেও গোল পরিশোধ করতে পারেনি তারা। রাজাপুরের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দক্ষিণ দেপাশাই প্রগতি সংঘ।

    খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান সেলিম, আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিপ্লব, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি সুমন ও ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সদস্য আসলাম খান প্রমুখ।

    দক্ষিণ দেপাশাই প্রগতি সংঘের অধিনায়কের দায়িত্বে ইমানুর রহমান এবং রাজাপুর আদর্শ সমিতির অধিনায়কের দায়িত্বে ছিলেন বিদেশী প্লেয়ার ডুডু।

    প্রথম থেকে শেষ পর্যন্ত খেলার ধারা বর্ণনায় ছিলেন মো. আলী হোসেন, সাজ্জাদ হোসেন ও সুভাস রাজবংশী।

    ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল বাশারের সার্বিক সহযোগিতায় ও দুরন্ত স্পোর্টস ক্লাব এবং মুক্তমন স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২২ আয়োজন করেন।

    বাংলাদেশ সময়: ১০:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ