• শিরোনাম

    দেখার যেন কেউ নেই সুন্দরগঞ্জে রাস্তা মেরামতে অনিয়মের অভিযোগ

    রংপুর ব্যুরো: সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

    দেখার যেন কেউ নেই সুন্দরগঞ্জে রাস্তা মেরামতে অনিয়মের অভিযোগ

    apps

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও ধীরগতির অভিযোগ উঠেছে। মনে হচ্ছে এসব দেখার যেন কেউ নেই। সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা পিসি গার্ডার সেতুর নির্মাণাধীন সেতুর সংযোগ রাস্তা উন্নয়ন প্রকল্পের অধীনে রাস্তা মেরামত,নতুন রাস্তা নির্মাণের কাজ হাতে নেয় সরকার। এরই অংশ হিসেবে ধর্মপুর হতে পাঁচপীর হাট ভায়া সুরত আলীর মোড় পর্যন্ত রাস্তা মেরামতের কাজ করা হচ্ছে।
    এ মেরামত কাজে নির্দিষ্ট পরিমাণের অধিক মাটি এবং ইটের বড় খোয়া ব্যবহার করা হচ্ছে। নির্দিষ্ট পরিমাণের অধিক মাটি ব্যবহার করার কারণে সামন্য রোদে মাটি শুকিয়ে ধূলাবালিতে পরিণত হচ্ছে। ফলে জনজীবনে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় সাধারণ অটো রিক্সা কিংবা সিএনজি চললেই রাস্তায় যেন ধূলি ঝড়ের সৃষ্টি হয়। ট্রাক কিংবা বাস চললে কি অবস্থা হতে পারে তা বলার অপেক্ষায় রাখে না।
    এতে করে রাস্তয় চলাচলে জনসাধারণ ও আশপাশের বাড়িঘর, বিছানা ও আসবাবপত্র ধূলায় ঢেকে যায়। এ রাস্তা সংলগ্ন হাট-বাজারে ব্যবসায়ীরা চরম বিড়ম্বনার শিকার হয় শুধু এ ধূলি ঝড়ের কারণে। কাবজের বাজরের কাঁচামাল ব্যবসায়ী মোফাজ্জল হোসেন, সীচা বাজারে ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী সবুর মিয়া, ঔষধ ব্যবসায়ী সুমন মিয়াসহ অনেকেই বলেন, রাস্তার ধূলির কারণে ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
    রাস্তা দিয়ে চলাচলে শ্বাসকষ্ট রোগিকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। রাস্তার দু’ধারে ঢোবা ও পুকুরের পাড়ে প্লাসাইটিংয়ে কংক্রিটের খুঁটি পুঁতে ঢালাইয়ের কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ধর্মপুর থেকে পাঁচপীর হাট পর্যন্ত ছোট বড় ৬টি সেতু ও কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে।

    এসব নির্মাণ কাজেও নিম্নমানের রড, পাথর ও বালি ব্যবহার করা হচ্ছে। এমন কি যে মিলি রড ব্যবহার করার কথা রয়েছে সেই মিলির রড ব্যবহার হচ্ছে না। নির্মাণাধীন কালভার্ট ও সেতুর পাশে বিল বোর্ড দেয়ার নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা প্রদর্শন করেননি।

    বাংলাদেশ সময়: ১১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ