• শিরোনাম

    “তারুণ্য লড়াই করে আর প্রবীণরা নের্তৃত্ব দেয়”- সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন

    রুবেল, ময়মনসিংহ: শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

    “তারুণ্য লড়াই করে আর প্রবীণরা নের্তৃত্ব দেয়”- সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন

    apps

    “তারুণ্য লড়াই করে আর প্রবীণরা নের্তৃত্ব দেয়। এখানে অনেক ত্যাগী নেতা রয়েছেন, সবাই লড়াই করেছে, এরা ভয় পায় না।ময়মনসিংহে চার নেতার ঐক্য বৃহত্তর ঐক্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসাথে লড়াই করতে চাই।” ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে জিমনেসিয়াম মাঠে গতকাল ৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে জামাত বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

    তিনি আরো বলেন,যে গাড়িতে ড্রাইভার নাই সে গাড়িতে যাত্রী উঠবে না।বিএনপি তেও কোনো ড্রাইভার নাই। বিএনপি যাত্রী বিহীন দল।তারেক জিয়া লুটপাট করেছে, মানি লন্ডারিং করেছে, পাচার করেছে, এখন বিদেশে ইনভেস্ট করেছে, বিনিয়োগ করেছে, ব্যবসায়ী হয়েছে।এখন বক্তৃতা করে ভিডিও কল দেই।

    উক্ত শান্তি সমাবেশে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান (শান্ত), ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম।

    সমাবেশে ময়মনসিংহ জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ সহ সকল ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।‌

    বাংলাদেশ সময়: ১০:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ