• শিরোনাম

    টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

    মোঃ সোহেল রানা,স্টাফ রিপোটার, টাঙ্গাইল বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

    টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

    apps

    বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার
    মোহাম্মদ কায়সার, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাফর আহমেদসহ অনান্যরা শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমি ও শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শেষে শহিদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১১ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যাগে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, শহর আওয়ামী লীগের
    সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিল্টু, টাঙ্গাইল স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান প্রমুখ। এতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে শহীদ
    বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ^বিদ্যালয়ের
    প্রশাসনিক ভবনের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিশ^বিদ্যালয় ও কালো পতাকা উত্তোলন, এক
    মিনিট নিরবতা পালন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর
    বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি শোক র‌্যালি
    বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী
    স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর
    ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
    এরপর বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও
    বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
    পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া
    মাহফিলের আয়োজন করা হয়। সকল কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার,
    হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

    বাংলাদেশ সময়: ১০:০২ অপরাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ