• শিরোনাম

    জেলা পরিষদ, নোয়াখালী জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

    জেলা পরিষদ, নোয়াখালী জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাখ্যান  করেছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    apps

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। আর যারা বাংলাদেশকে অচল করার প্রচেষ্টা করেছিল জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দেশকে বদলে দিয়েছে। জাতির জনকের কন্যা প্রধান মন্ত্রীর শেখ হাসিনা স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন। তার শাসনামলে দেশে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। স্বল্প উন্নত দেশ
    থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। দেশের এই উন্নয়ন দেখে যারা দেশে স্বাধীনতার বিরোধীতা করেছে তারাই দেশের উন্নয়ন দেখে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। জনগণ তাদেরকে চায়না। তারা এখন
    জনগণ থেকে বিচ্যুতি হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে।

    তিনি গতকাল রবিবার বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সোনাইমুড়ি উপজেলা আ’লীগের আয়োজিত বিশাল
    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোনাইমুড়ি উপজেলা আ”লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আ ফ ম বাবুল বাবুর সঞ্চালনায়
    অনুষ্ঠিত এ বিশাল জনসভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জনসভার আয়োজক ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম।

    প্রখ্যাত অভিনেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি (০৪) সুবর্ণা মোস্তফা। জনসভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আ’লীগের সভাপতি এ.এইচ,এম খায়রুল আলম চৌধুরী সেলিম। সাধারন সম্পাদক শহিদ উল্যা খান সোহেল। ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) প্যানেল মেয়র ইলিয়াছুর রহমান বাবুল, শেরে বাংলা নগর থানা আওয়ামীলীগের সাবেক
    সাংগঠনিক সম্পাদক ইফতেখায়রুল আলম হিরক প্রমুখ। এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চাটখিল থানায় নব নির্মিত পুলিশ ব্যারাক এবং মিলোনায়তনের উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিভাগের ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী
    কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া, সহকারি পুলিশ সুপার (সার্কেল) নিত্য নন্দন, চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

    বাংলাদেশ সময়: ১০:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ