• শিরোনাম

    জামালপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

     আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

    জামালপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

    apps

    জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে তুলশিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। সম্মেলন উদ্বোধন করেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃএম এ মান্নান খান। সম্মেলনে প্রধান অতিথির উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্। সম্মেলনের সভাপতিত্ব করেন অধ্যাপক খন্দকার ফজলুল হক সভাপতি রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী,সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন তরফদার,মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান মিজান, অধ্যাপক আব্দুল হামিদ,যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা,সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু,আব্দুল্লাহ আল আমিন চাঁন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম রহমান,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম,সদস্য রেজাউল করিম রেজনু, সদস্য আজিজুর রহমান ডল,সদস্য ও রশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ক সরোয়ার হোসেন শান্ত, রেজাউল করিম চৌধুরী মামুন,সদস্য জিএস শাহরিয়ার উজ্জ্বল,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু,সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা,জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট খোকন । রশিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন। সম্মেলনের সমন্বয়কারী দায়িত্ব পালন করেন ,বাবু বিজন কুমার চন্দ্র সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা। সঞ্চালনা করেন, ফারুক আহমেদ বিএসসি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী রশিদপুর ইউনিয়ন শাখা। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ আমের স্বেচ্ছাসেবক লীগ সহ সকল প্রকার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন কে সার্থক ও সফল করাতে জনসমুদ্র উপনিত হয় সম্মেলন মাঠ। এরই মধ্যে দিয়ে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন ডাক্তার এম এ মান্নান খান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখা। সঞ্চালনায় ছিলেন এডভোকেট হাফিজুর রহমান স্বপন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখা। নেতাকর্মীগণ প্রার্থীদের সমঝোতার চেষ্টায় ব্যর্থ হয়ে, সিদ্ধান্তনেন ভোটগ্রহণ মধ্য দিয়ে নেতা নির্বাচিত করবেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন তরফদার। নব নির্বাচিত, সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান চান বিএসসি ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ফজলুল হক ১০৫ পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক, এ কে এম সানোয়ার হোসেন মিস্টার ১১৬ ভোট কে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম তালুকদার ৭৫ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হলেন সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান চান বিএসসি ও সাধারণ সম্পাদক এ কে এম সানোয়ার হোসেন মিস্টার। এর মধ্যে দিয়ে রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

    বাংলাদেশ সময়: ১০:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ