• শিরোনাম

    জননন্দিত অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন

    অনলাইন ডেস্ক বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০

    জননন্দিত অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন

    apps

    বিনোদন ডেস্ক: দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    নির্মাতা চয়নিকা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন কে এস ফিরোজ।
    চয়নিকা চৌধুরী বলেন, মঙ্গলবার তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা নিউমোনিয়া হওয়ার কথা বলেছেন। এরপর ইনজেকশন দিলে তার অবস্থার আরও অবনতি হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থান তিনি মারা যান।
    কে এস ফিরোজের বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
    তার প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। আরও অভিনয় করেছেন ‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ সিনেমায়। এছাড়া অনেক নাটকেও অভিনয় করেছেন তিনি।
    সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কে এস ফিরোজের অভিনয়ের শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিং লিয়ার’ ও ‘রাক্ষসী’ মঞ্চনাটকে।

    বাংলাদেশ সময়: ২:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    কচু শাক চুরি

    ১৫ জুলাই ২০২১

    শেখ হাসিনার শুভ জন্মদিন

    ২৮ সেপ্টেম্বর ২০২০

    শূন্যতা

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ