• শিরোনাম

    খুলনায় স্কুলছাত্র অপু হত্যা মামলায় দুই আসামির কারাদন্ড

    খুলনা ব্যুরোঃ সোমবার, ০৮ মে ২০২৩

    apps

    খুলনায় দশম শ্রেণির ছাত্র আবু সালেহ অপু হত্যা মামলায় দুই আসামিকে ৩ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চার আসামিকে খালাস প্রদান করা হয়েছে। সোমবার বিকালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস সালাম এ রায় ঘোষণা করেন।
    দ-প্রাপ্ত আসামিরা হচ্ছে শহিদুল ইসলাম ও উজ্জ্বল হোসেন। রায় ঘোষণার পর আসামিদেরকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

    বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, ২০০৪ সালের ১৫ অক্টোবর নগরীর খালিশপুর পিপলস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবু সালেহ অপুকে হত্যা করে নগরীর মুজগুন্নি এলাকার একটি ধানখেতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ মজনু খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

    তিনি বলেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শুরু থেকে বাদীপক্ষকে আইনগত সহযোগিতা করে আসছে। আমরা এ রায়ে সংক্ষুব্ধ হয়েছি। এই রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব।

    বাংলাদেশ সময়: ১০:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ