
খুলনা ব্যুরোঃ | শুক্রবার, ১৯ মে ২০২৩ | প্রিন্ট
খুলনা প্রেসক্লাবে বিএনপির সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এ সময় বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়।
শুক্রবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
সংঘর্ষের সময় পুলিশ গুলি ছুড়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। হামলায় দিঘলিয়া সেনাটি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
এর আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন বলেন, কোন ধরনের উস্কানি ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে। এতে দলের প্রায় ২০-২৫ নেতা- কর্মী আহত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ২৫-৩০ নেতা- কর্মী প্রেস ক্লাবের মধ্যে আটকা পড়েছেন।
Posted ৭:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।