• শিরোনাম

    কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন-এমপি চঞ্চল

     কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি রবিবার, ২৪ জুলাই ২০২২

    কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন-এমপি চঞ্চল

    apps

    “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কপোতাক্ষ নদের উন্মুক্ত জলাশয়ে রবিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়।পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস আয়োজিত প্রামাণ্যচিত্র প্রদর্শন পুরস্কার বিতরণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহামিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, মডেল থানার ওসি তদন্ত জগন্নাথ চন্দ্র, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার, সহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিতি ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সরকারের গৃহিত সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে উপজেলার কয়েকটি উন্মুক্ত জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয় ও প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ১০:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৪ জুলাই ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ