• শিরোনাম

    কৃষকের ধান কেটে দিলো বারুইপাড়া ইউনিয়ন ছাত্রলীগ

    রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : সোমবার, ২২ মে ২০২৩

    কৃষকের ধান কেটে দিলো বারুইপাড়া ইউনিয়ন ছাত্রলীগ

    apps

    কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    ইউনিয়নের বলিদাপাড়া এলাকার এক দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অর্থ সংকটে থাকা কৃষক মো: আব্দুল কাদের মুখে হাসি ফুটেছে।

    সোমবার (২২ মে) দিনব্যাপী ছাত্রলীগ নেতা আরাফাত জামান ( অপি)’র নেতৃত্বে ধান কেটে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসমময় সাবেক ছাত্রলীগ নেতা শামস সুমনসহ সংশ্লিষ্টারা উপস্থিত ছিলেন।

    এবিষয়ে কৃষক মো: আব্দুল কাদের বলেন, আমি হতদরিদ্র কৃষক। আমার ধান পাকা ধান ক্ষেতে নষ্ট হচ্ছিল। কিন্তু শ্রমিক ও আর্থিক সঙ্কের কারণে ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের নেতারা আমার বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি দোয়া করি, আল্লাহ যেন তাকে আরও অনেক বড় মনের মানুষ তৈরী করেন।

    ছাত্রলীগ নেতা আরাফাত জামান ( অপি) বলেন, দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফীন ও বারুইপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল হক এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফীনের সঠিক দিক নির্দেশনায় আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফীন বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে মনে প্রাণে ধারণ করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেয়া শুরু করেছি। আমি খোঁজখবর নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দর সমন্বয়ে শ্রমিক ও আর্থিক সঙ্কটের জন্য ধান কাটতে না পারা কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি।

    বাংলাদেশ সময়: ৮:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ