• শিরোনাম

    কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

    খন্দকার জসিম উদ্দিন নকলা প্রতিনিধি: সোমবার, ১৫ মে ২০২৩

    কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

    apps

    শেরপুর নকলার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৪ মে) দুপুরে নকলা খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নকলা উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন,
    উপজেলা চেয়ারম্যান বলেন, এবার শেরপুর নকলায় ধানের উৎপাদন ভালো হয়েছে। সারের দাম বৃদ্ধি পাওয়ায় গত বছরের চেয়ে এবার সরকারিভাবে ধান ক্রয়ের মূল্যও বাড়ানো হয়েছে। এতে কৃষক লাভবান হবেন। প্রকৃত কৃষকেরা যেন সহজে ধান দিতে পারে সেজন্য সর্বোচ্চ নজরদারি রাখা হবে। ধান সংগ্রহের চাহিদা কম হলে দ্বিতীয় পর্যায়েও আবার নেওয়া হবে।
    অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান , সারোয়ার আলম তালুকদার বলেন নকলার ইতিহাসে বাম্পার ফলন হয়েছে এবার। কিন্তু উৎপাদনের তুলনায় ধান সংগ্রহের চাহিদা অনেক কম। তাই এ থানায় ধান সংগ্রহের চাহিদা বাড়ালে কৃষক উপকৃত হবে।

    উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় হতে জানা যায়,উপজেলায় সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৪৭মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ কার হয়েছে ৬৮৩মেট্রিক টন। প্রতি কেজি ধানের মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা । একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। উপজেলায় লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সালাউদ্দিন, খাদ্য গুদাম কর্মকর্তা খন্দকার ইলিয়াস হোসেন, দৈনিক জাহান পত্রিকার জেলা প্রতিনিধি শাহ মোঃ ফুয়াদ হোসেন,নকলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সৌরভ, সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী, রাইস মিলের মালিক গন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, কৃষক নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ১২:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ