• শিরোনাম

    কুমারখালীতে সেই অসহায় রেজিয়ার পাশে এপেক্স ক্লাব অব কুষ্টিয়া

    রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

    কুমারখালীতে সেই অসহায় রেজিয়ার পাশে এপেক্স ক্লাব অব কুষ্টিয়া

    apps

    কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের সেই অসহায় গৃহহীন রেজিয়া বেগমের পাশে দাঁড়িয়েছেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া। রবিবার ক্লাবের সদস্যদের উপস্থিতিতে রেজিয়ার বসত ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বেশকিছু দিন যাবত গণমাধ্যমে অসহায় রেজিয়া বেগম ও তার প্রতিবন্ধী ছেলের মানবেতর জীবনযাপন সম্পর্কে নিউজ প্রকাশিত হয়েছে। এমন সংবাদ জানতে পেরে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল রেজিয়া বেগমকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অসহায় রেজিয়া বেগমের কথা জানতে পেরে এই পরিবারের পাশে দাঁড়ালেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া। ক্লাবের পক্ষ থেকে সমাজের সহৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহায়তা ও এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার যৌথ সহযোগিতায় রেজিয়ার স্বপ্নের বসতঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। রেজিয়ার বসতঘর নির্মাণকাজ সম্পন্ন করতে যেকোনো হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা বিনয়ের সাথে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। বসতঘর নির্মাণকাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট এপে. আইপিপি এন্ড এক্সপ্যানশন ডিরেক্টর এপে. নূরুন্নবী বাবু, সেক্রেটারি এন্ড ডিনার ডিরেক্টর এপে. শাহারিয়া ইমন রুবেল, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, সাধারণ সম্পাদক লিপু খন্দকার, ট্রেজারার আব্দুস সালাম, সার্ভিস ডিরেক্টর রাসেল পারভেজ, মেম্বার এন্ড এ্যাটেনডেন্স ডিরেক্টর মিরাজুল ইসলাম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন মেম্বার খন্দকার সোহেল টানু, সমাজ সেবক আকাশ আহমেদ প্রমূখ।

    বাংলাদেশ সময়: ১১:১৩ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ