• শিরোনাম

    কুমারখালীতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এক শিশু

    রফিকুল ইসলাম, কুষ্টিয়া : বুধবার, ২৩ নভেম্বর ২০২২

    কুমারখালীতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এক শিশু

    apps

    কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইলেক্ট্রিক মিস্ত্রির ৬ বছরের শিশু অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে মারা যেতে বসেছে। ইলেক্ট্রিক মিস্ত্রি সাবু তার সর্বস্ব বিক্রি করেও তার শিশু ফাতেমাকে সুস্থ করে তুলতে পারেননি। অপারেশন এর জন্য প্রয়োজন দেড় লাখ টাকা জানালেন ফাতেমার বাবা।

    ফাতেমার বাবা সাবু জানান, ২ মাস বয়সে ফাতেমার থ্যালাসেমিয়া রোগ ধরা পরে। সেই থেকে ডাক্তারের চিকিৎসার পাশাপাশি নিয়মিত রক্ত দেয়া হচ্ছে। বর্তমানে ফাতেমার বয়স ৬ বছর। এই ৬ বছর পর্যন্ত তার শিশুর চিকিৎসার জন্য তার একখন্ড জমি, বাড়িতে পোষা গরু এবং ব্যবহৃত বাইসাইকেলটি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। কিন্তু শিশুটির থ্যালাসেমিয়া রোগ থেকে মুক্তি পেতে অপারেশন এর জন্য দেড় লাখ টাকার প্রয়োজন। কিন্তু হতদরিদ্র পিতা কোনভাবেই অপারেশন এর অর্থ যোগাড় করতে পারছেননা। আত্নীয় স্বজন বন্ধু কারো কাছেই আর্থিক সহায়তা পাচ্ছেন না বলে জানান তিনি। ইতিমধ্যে কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছেন যেকারণে নতুন করে ঋণ পাবার কোন সুযোগ নেই বলে জানালেন ফাতেমার বাবা। হতদরিদ্র ইলেক্ট্রিক মিস্ত্রি সাবু তার শিশুকে বাঁচাতে আর্থিক সহায়তা কামনা করেছেন সমাজের বিত্তবানদের কাছে।

    ফাতেমাকে সহযোগিতা করতে বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্ট নাম্বার দেওয়া হলো।

    বিকাশ নং (পার্সোনাল) ০১৯৫৯৩৮৫৩৯৩,
    নগদ নং-০১৯৩০১১৩৬৮৬।
    ব্যাংক একাউন্ট নাম্বার কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখা- ৩০১৬৩০১০১২১০৩।

    বাংলাদেশ সময়: ১০:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ