• শিরোনাম

    কাজিপুর ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও মেধা বৃত্তি ২০২২ প্রদান

    আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

    কাজিপুর ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও মেধা বৃত্তি ২০২২ প্রদান

    apps

    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির এবং প্রতি বছরের ন্যায় ৭ম শ্রেনির মেধা বৃত্তি ২০২২ পরীক্ষা তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
    ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সিরাজগঞ্জ -১ নির্বাচনী এলাকার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৬৮ জন শিক্ষার্থী অংশ গ্ৰহন করে। সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে , পরীক্ষা হল পরিদর্শন শেষে, ৯৫ ফাউন্ডেশনের ভুয়ষী প্রসংশা করে, সাংবাদিকদেরকে বলেন, সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে জনকল্যাণকর কাজ করে যাচ্ছেন, আশাকরি, ভবিষ্যতে তাদের কার্যক্রম প্রসারিত হবে, কাজিপুরের সুবিধা বঞ্চিত মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। শুভগাছা ইউনিয়ন পরিষদে ৯৫ ফাউন্ডেশনের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন, ৯৫ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৯৫ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান, সোলায়মান হোসেন, শাব্বির আহমদ তামীম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক এসএম সারোয়ার আলম, অরবিট আই হাসপাতালের প্রধান নির্বাহী এএমআর মজুমদার। পাঁচটি বিষয়ে মোট ১০০ নাম্বারে পরীক্ষায় উত্তীর্ণ ১০ জনকে ট্যালেন্টপুলে ছয় হাজার টাকা করে সম্মানি, সাধারণ মেধায় ৩৪ জনকে চার হাজার আট শত টাকা করে এবং এক জন প্রতিবন্ধীকে এই সম্মানি ভাতা প্রদান করা হয়। ইংরেজি ও গণিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত দূই জনকে আলহাজ্ব নাসিম – আমির হোসেন মাস্টার ট্রাষ্টের পক্ষ থেকে বিশেষ বৃত্তি ১৫০০ টাকা করে সম্মানি ভাতা দেয়া হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক আরো জানান, ফাউন্ডেশনের সদস্যদের ব্যক্তিগত অনুদানের অর্থ দিয়ে, সমাজে অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সময়ে ইফতার সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ত্রাণ সামগ্রী ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

    বাংলাদেশ সময়: ৯:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ