
আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই পূর্ব পাড়ার সাবেক ছাত্রলীগ নেতা, মরহুম তপন মাহমুদ স্মরণে ঈদ সামগ্রী বিতরণ দোয়া মাহফিলের আয়োজন করেন, মরহুম এ্যডভোকেট সিদ্দিক হোসেনের পরিবারবর্গ।
১৬ এপ্রিল রবিবার সকাল এগারোটায় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। প্রথমে তিনি, ২৮ নং পূর্ব দুবলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন।
পরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, পবিত্র ঈদ উপলক্ষে অসহায়, হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নিঃসন্দেহে ভালো কাজ। সমাজে সবাই যেন, ঈদের আনন্দ উপভোগ করতে পারি, মানুষের পাশে দাঁড়ানো, অবহেলিত জনগোষ্ঠীর সেবাই, রমজানের তাৎপর্য বহন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, শহীদ সরোয়ার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, তিন নং গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। সভায় বক্তব্যে মরহুম তপন মাহমুদের বড় ভাই এবং উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম বিপু জানান, যমুনা নদীর তীরবর্তী তিনটি ওয়ার্ডে একশত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য আছে, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছা ও এক প্যাকেট গুঁড়া দুধ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গান্ধাইল আইডিয়াল কলেজের প্রভাষক নুরে আলম সিদ্দিক।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।