• শিরোনাম

    কাজিপুরে অভ্যন্তরীণ রোপা আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন; এম পি জয়

    আব্দুস সোবহান চান, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

    কাজিপুরে অভ্যন্তরীণ রোপা আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন; এম পি জয়

    apps

    সিরাজগঞ্জের কাজিপুরে চলতি২০২২-২৩ অর্থ বছরে রোপা আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সাড়ে ১১টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে মেঘাই (কাজিপুর) খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার।খাদ্য গুদাম অফিসার ইনচার্জ পলাশ কুমার সুত্রধরের পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন । বক্তব্য রাখেন কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব,উপজেলা চালকল মালিক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার,উপজেলার চাউল কল মালিক সমিতির সহসভাপতি শাহাজাহান আলী সহ অন্যান্যসদস্যবৃন্দ।

    উপজেলা খাদ্য গুদাম অফিসার ইনচার্জ পলাশ কুমার সুত্রধর জানান, চলতি মৌসুমে কাজিপুরে আমন ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৫৯৪ মেট্রিকটন, চালের লক্ষ্যমাত্রা ৫৩৩ মেট্রিকটন । ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ২৮ টাকা, সিদ্ধ চাল ৪২ টাকা।

    বাংলাদেশ সময়: ৯:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ