
মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
গত ০২ জানুয়ারি সকাল এগারোটার সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৮৭ তম সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় রাজশাহীর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, নিরঞ্জন চন্দন দেবনাথ এবং পর্ষদের রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, মো. শহিদুল ইসলাম এনডিসি, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক,মোঃ ওবায়দুর রহমান মন্ডল এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, রংপুর বিভাগের পরিচালক,মোঃ আব্দুল হাই সরকার অংশগ্রহণ করেন।
সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায়, প্রথম যোগদান করায় প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা: মোঃ আব্দুল হাই সরকারকে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। উক্ত সভায় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডের উপর বিস্তারিত আলোচনান্তে ব্যবসায়ীক এবং প্রশাসনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উক্ত সভায় সভাপতি হিসেবে (রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, মোহাম্মদ আলী ব্যাংকের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরিশেষে, উপস্থিত অতিথিবৃন্দ সহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।