
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ১৯ মে ২০২৫ | প্রিন্ট
‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট-২য় পর্ব ২০২৫’ প্রতিযোগিতার ঢাকা অঞ্চলের আঞ্চলিক পর্যায়ের বাছাই পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে নরসিংদী জেলার নির্বাচিত ক্রিকেটাররা। আগামী ২২ মে ২০২৫, সকাল ৮টায় মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর-১১, ঢাকার মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করার লক্ষ্য নিয়েছে আয়োজকরা। এ উদ্যোগের ফলে যারা হয়তো এখনও পর্যন্ত মূলধারার ক্রিকেটে জায়গা করে নিতে পারেনি, তাদের জন্য এটি হতে যাচ্ছে একটি বড় সুযোগ।
ঢাকা অঞ্চলের বাছাই কার্যক্রম দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২ মে অংশ নেবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার খেলোয়াড়রা।
দ্বিতীয় ধাপে ২৫ মে অংশ নেবে রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার প্রতিযোগীরা। উভয় দিনই বাছাই কার্যক্রম শুরু হবে সকাল ৮টায় এবং ভেন্যু নির্ধারণ করা হয়েছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর-১১, ঢাকা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের নির্ধারিত তারিখ ও সময়ে ভেন্যুতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নরসিংদীর ক্রিকেটারদের জন্য ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট-২০২৫’ হতে পারে স্বপ্নপূরণের সোপান। দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে এমন উদ্যোগ অবশ্যই সময়োপযোগী ও প্রশংসনীয়।
Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।