রবিবার ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

সম্প্রীতি ও সংস্কৃতি চর্চা জোরদারে বাউল গান অন্যতম নিয়ামক – নবকন্ঠ সম্পাদক

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী)।।   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট

সম্প্রীতি ও সংস্কৃতি চর্চা জোরদারে বাউল গান অন্যতম নিয়ামক – নবকন্ঠ সম্পাদক

নরসিংদী জেলার বেলাব উপজেলার ঐতিহ্যবাহী শাহ ইরানী মেলায় বাউল গানে মাতোয়ারা লক্ষ দর্শকশ্রোতা। জনপ্রিয় বাউল শিল্পীদের পরিবেশিত এ গানের আসরে লক্ষ লক্ষ দর্শক শ্রোতার উপস্থিতি এক আবেগময় পরিবেশের সৃষ্টি করে। বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোর্শেদ সারোয়ার লেলিন, আওয়ামীলীগ নেতা অকিলুজ্জামান ভূঁইয়া ও শিক্ষক রাজীব চক্রবর্তী পিন্টুর পৃষ্ঠপোষকতায় সুটুরিয়া যুব সমাজের উদ্যোগে, সাব্বির রশিদ সুজনের উপস্থাপনায় এবং মিয়াজ ভূঁইয়ার সভাপতিত্বে এ বাউল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের এম.পি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এ সময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল। তিনি বলেন, আমাদের সংস্কৃতি প্রিয় মানুষদের পরিপূর্ণ রসদ যোগায় বাউলগান।সম্প্রীতি ও সংস্কৃতি চর্চা জোরদারে বাউল গান অন্যতম নিয়ামক। এই এলাকার মানুষ মাননীয় শিল্পমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি সুখ-শান্তিতে বসবাস করছে। নাটক, বাউলগান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নিজেদের উন্নত রুচিবোধের পরিচয় দিচ্ছে। আর মাননীয় শিল্পমন্ত্রী পুত্র মঞ্জুরুল মজিদ সাদী ভাই এসব অনুষ্ঠানে উৎসাহিত করণের মাধ্যমে সম্প্রীতি জোরদার করছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন সফিকুল আলম সফিক, মো. রানা, প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রাজনৈতিক সচিব এ্যাড. শহিদুল্লাহ শহিদ, বেলাব উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক, শরীফ রায়হান, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মেম্বার, সৌরব চক্রবর্তী পার্থ, ছাত্রলীগ নেতা ও আয়োজক কমিটির সদস্য এস এম সোহরাব প্রমুখ।

 

Facebook Comments Box

Posted ১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1026 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins