• শিরোনাম

    বাংলাদেশ কোস্ট গার্ড এর বিশেষ অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ; আটক- ১৯

    স্টাফ রিপোটারঃ মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১

    বাংলাদেশ কোস্ট গার্ড এর বিশেষ অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ; আটক- ১৯

    বাংলাদেশ কোস্ট গার্ড এর বিশেষ অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ;

    apps

    অদ্য রাত ২ টা ৩০ থেকে দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা ও স্টেশান গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর ব্রীজ সংলগ্ন ফিরিঙি বাজার, পঞ্চসার, গুশাইবাগ, দূর্গাবাড়ি, বাস্তহারা এলাকার দশটি কারখানায় অভিযান পরিচালনা করে ১৯ জন আসামীসহ ০৩ কোটি ৩৪ লক্ষ ১হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাগলা লেঃ এম আশমাদুল এর নেতৃতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকার দশটি কারখানা (তম্নয় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ, হাবিব ফিসিং নেট ইন্ডাঃলিঃ, জয়নাল ফিসিং নেট ইন্ডাঃলিঃ, রহিম ফিসিং নেট ইন্ডাঃলিঃ, জয়নাল ফিসিংনেট ইন্ডাঃ, সুমন ফিসিংনেট ইন্ডাঃবাচ্চু ছৈয়াল ফিসিংনেট ইন্ডাঃমানিক ফিসিংনেট ইন্ডাঃ, খোকন ফিসিংনেট ইন্ডাঃ, মের্সাস তালুকদার ফিসিংনেট ইন্ডাঃ ও একতা ফিসিংনেট ইন্ডাঃলিঃ) থেকে সর্বমোট ০৩ কোটি ৩৪ লক্ষ ১হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০০কোটি ২০লক্ষ ৪৫ হাজার টাকা।

    উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ (সহকারী কমিশনার-ট্রেজারী শাখা)। আটককৃত আসামীসহ জব্দকৃত জালগুলোর পরর্বতী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    বাংলাদেশ সময়: ৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ