
শাহ জালাল আহাম্মদ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ব্যরিস্টার সুমন নামটি সবার পরিচিত। হবিগঞ্জ -৪ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী তিনি। তার আসনে বর্তমান সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি পুনরায় নৌকার মনোনয়ন জমা দিয়েছেন।
দলীয় নেতাকর্মীদেরকে ব্যরিস্টার সুমনের সাথে দেখা না গেলেও সাধারণ মানুষদের মুখে মুখে ব্যরিস্টার সুমনের কথা। ব্যরিস্টার সুমনের মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে চলছে নানান জল্পনা – কল্পনা, নানান আলোচনা।
ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন যুবলীগের আইন সম্পাদক থেকে অব্যাহতি পান। বর্তমান তার কোন দলীয় পদ পদবী না থাকলেও দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে তার জোর লবিং তদবীর আছে বলে জানিয়েছেন তার একাধিক কর্মী ও সমর্থক।
হবিগঞ্জ জেলাসহ সারাদেশের একটি বিশেষ নজর রয়েছে হবিগঞ্জ -৪ আসনে। কেননা ব্যরিস্টার সুমনের মনোনয়ন চাওয়ার আসন হিসেবে আসনটি বেশ আলোচিত হয়েছে ইতোমধ্যে। আগামী ২৬ নভেম্বর রবিবার আওয়ামী লীগের নৌকার মনোনয়ন তালিকা ঘোষণা করবে দলটি।
Posted ৪:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।