
রাহিমা আক্তার রিতা ঃ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর আয়োজনে “বিএআরআই কর্তৃক উদ্ভাবিত তৈলবীজ ফসলের প্রযুক্তি” বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ আজ ২২ নভেম্বর ২০২৩ বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষক প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বারি’র বিভিন্ন বিভাগের ৩০ জন বিজ্ঞানী-কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর প্রযুক্তি হস্তান্তর ও পরিবীক্ষণ ইউনিট এর পরিচালক ড. সুরাইয়া পারভীন।
প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরন করেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. তারিকুল ইসলাম এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক
কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. ইমরান খান চৌধুরী।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।