
শরীফ আহমেদ প্রতিবেদনঃ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
গোপন সংবাদে ভিওিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে “পাশে থাকা ফাউন্ডেশন” নামক একটি ভুয়া প্রতারক সংগঠনের চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান (২৬)পিতা- আব্দুল জব্বার হাওলাদার, সাং- ফুলঝুড়ি, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, বর্তমান ঠিকানা- মদিনাবাগ, রায়েরবাগ, থানা- কদমতলী, জেলা ঢাকা ও তার অন্যতম সহযোগী সুরমা আক্তার ইশা (২০) পিতা- মোঃ শামছু মিয়া, স্বামী- মোঃ জাহিদ হাসান, সাং- ফুলঝুড়ি, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, বর্তমান ঠিকানা- মদিনাবাগ, রায়েরবাগ থানা- কদমতলী, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তাদেরক নিকট থেকে ৫০টি প্রতারনার বাজার কার্ড, ০২টি খাদ্য তালিকার কার্ড ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত প্রতারক চক্রটি মধ্যবিত্ব, নিম্ম আয়ের পরিবার মধ্যবিত্ব পরিবার ও গরিব লোকজনদের টার্গেট করে উক্ত ফাউন্ডেশনের সদস্য করত । উক্ত সংগঠনের সদস্য হলে তাদেরকে প্রতি মাসে তিনবার ০৫ কেজি চাল, ০২ কেজি আটা, ০১ লিটার তেল, ০১ কেজি ডাল ও ০১ কেজি চিনি ৬০০/- (ছয়শত) টাকা ন্যায্য মূল্যে দিবে বলে প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে অগ্রিম টাকা নিয়ে যেত।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন হতে সাধারণ মানুষের সাথে এধরনের প্রতারণা করে আসছে। প্রতিষ্ঠানটি তাদের প্রতিষ্ঠালগ্ন হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা হতে আনুমানিক ১১,০০০ (এগার হাজার) সদস্য করে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।পরে স্হানীয় থানায় সোর্পদ করা হয় মামলা হয়েছে।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।