
পাবনা প্রতিনিধি : | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
পাবনায় স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পাবনা সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ.স.ম. আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.ওমর ফারুক মীর, প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবসহ হাসপাতালের কর্মকর্তা’রা।
হাসপাতালের সেবার মান আরও উন্নত করাসহ সাধারণ মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছিয়ে দেওয়ার তাগিদ দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
তিনি আরও বলেন, সবধরনের সহযোগিতার জন্য আ.লীগ সরকার প্রস্তুত রয়েছে। হাসপাতালে পরিস্কার পরিচ্ছনতা বাড়াতে হবে। রোগীদের সাথে সৌহার্দপূর্ণ আচরণসহ হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক ও নার্সদের আরও আন্তরিক হতে হবে।
Posted ১২:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।