বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের মধ্যেই ৪ চিকিৎসক বদলি

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ১৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের মধ্যেই ৪ চিকিৎসক বদলি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরেই চলছে চিকিৎসকের তীব্র সংকট এরই মধ্যে আবার হঠাৎ করে এই হাসপাতাল থেকে ৪জন চিকিৎসক কে এক যোগে বদলি করা হয়েছে। ফলে চিকিৎসক সঙ্কটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি নিজেই অসুস্থ হয়ে পড়েছে ভেঙে পড়তে বসেছে স্বাস্থ্য সেবা এ যেন মরার উপর খাঁড়ার ঘা চিকিৎসক না থাকায় অপ্র ত্যাশিত শারীরিক জটিলতায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রোগীর জীবন বিপন্ন হওয়ার আশংকা ও দেখা দিচ্ছে আবার গ্রামের তৃণমূল মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছাতে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ১১জন ডাক্তারের কথা থাকলে ও নেই একজন ও চিকিৎসক সংকটের কারণে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেরকে সপ্তাহে একদিন বিভিন্ন ইউনিয়নের গিয়ে রোগী দেখতে হয়।

জানা যায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬জন ডাক্তারের মধ্যে মাত্র ১৬ জন ডাক্তার দিয়ে উপজেলার ৩লাখ মানুষের স্বাস্থ্য সেবা কোন রকম জোড়াতালি লাগিয়ে চলছিল হঠাৎ গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তর প্রজ্ঞাপন জারি করে ৪জন চিকিৎসক কে এক যোগে বদলির আদেশ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি চিঠি প্রেরণ করে করে। চিঠিতে ডাঃ রুকন উদ্দিন উজ্জ্বল কে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ বিনতী শর্মা উর্মিলা কে নিলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে, ডাঃ অদিতী রায় কে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ডা,ফারওয়া ফারহিন ওমি কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মাধবপুর উপজেলা।

স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন, সার্জারী গাইনি, অ্যানস্থেসিয়া চক্ষু হৃদরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসক সংকট চলে আসছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শূন্য পদে চিকিৎসক পদায়নের জন্য ঊর্ধ্বতন। কর্তৃপক্ষকের সাথে চিঠি চালাচালি করে আসছে কিন্তু পদ পূরণ না করে উল্টো বিশেষজ্ঞ চিকিৎসকদের বদলিতে এ হাসপাতালে চিকিৎসা সেবা আরও ভেঙে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অনেকেই, সরেজমিনে গিয়ে রিপোর্ট লেখার সময় প্রতিবেদক লিটন পাঠান কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন বলেন, আমাদের হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট রয়েছে আর এই সমস্যাটি দীর্ঘদিন ধরে চলছে চিকিৎসক সংকটের কারণে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, গুলোতে এমবিবিএস ডাক্তার দ্ধারা সেবা দেওয়া সম্বব হচ্ছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিকিৎসক সঙ্কট সমাধানে আবেদন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২২ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins