• শিরোনাম

    ৯৯৯ ফোন করেও শেষ রক্ষা হলো না

    মিন্টু খন্দকার, নকলা (শেরপুর): সোমবার, ০১ মে ২০২৩

    apps

    ১ লা মে জমি সংক্লান্ত বিরোধে শেরপুর নকলা চিথলিয়া গ্রামে ৯৯৯ ফোন করে পুলিশের হস্তক্ষেপ চায় ভিকটিম, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই রক্তক্ষয়ি সংঘর্ষে তিন জন আহত হয়। দুই জন নকলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মো: মোকসেদ আলি(৬০)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    আহতরা হলেন মোকসেদ আলি, মো: নজরুল ইসলাম,সাদিয়া ইয়াসমিন বিনা
    জমির বাদি পক্ষের আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুুবুল আলম রকিব জানান,দীর্ঘ দিন যাবৎ এই জমি নিয়ে মোকদ্দমা চলে আসছিল যা বাদি পক্ষ প্রাথমিক ডিগ্রি ১/১/২০২০ এবং চূড়ান্ত ডিগ্রি ১৫/১১/২০২০ লাভ করে
    ৮০/১৫বাটোয়ারা মামলার রায়ের পর আদালত যোগে দখল পায় ১০/২/২২ তারিখ।
    মোকসেদ আলী ,আনিস মিয়া ,আমিরুল ইসলাম গং এর অনুকূলে রায় হয়। শেরপুর সহকারি জজ আদালত হইতে এই মামলার রায় হয়। প্রাথমিক ডিগ্রি ১/১/২০২০ এবং চূড়ান্ত ডিগ্রি ১৫/১১/২০২০ লাভ করে।

    পরবর্তিতে মামলার রায়ের পর বিবাদীরা ২৩.২.২০২২ তারিখে তিনটি অকার্যকর দলিল সৃষ্টি করেছে দলিলের নম্বর ৯৩০, ৯৩১ ,৯৩২।
    তিনি আরও জানান,এই তিনটি দলিলের দাতা বাটোরা মামলার বিবাদি হিসেবে পরাজিত হয়।
    এই জমির উপর মাননীয় আদালতের অন্তরবর্তি কালিন একটা নিষেধাজ্ঞা ছিল,নিষেধাজ্ঞার নোটিশ জারি করেছিলেন এস আই শ্রাবন সুমন।
    এস আই শ্রাবন সুমন জানান, কোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও কোর্ট অবমাননা করে জোর করে ধান কাটতে আসে বিবাদীগন।
    তিনি আরও জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

    বাংলাদেশ সময়: ১১:৩১ অপরাহ্ণ | সোমবার, ০১ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ