
-আকতার জামিল | বুধবার, ০১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
তুমি সমুদ্রের বুকে,
আমি পাহাড়ের কোলে-
মাঝখানে ২২৪২ কিলোমিটার
অসীম শূন্যতা।
তারপরও তোমার নিশ্বাস
আমার ঘুম ভাঙায়,
তোমার নাম উচ্চারণ করে
প্রতিটি নীরব রাত।
দূরত্ব যেন শিকল,
যন্ত্রণার তলোয়ার,
তবু ভালোবাসা রক্তমাংসে
লিখে দেয় অবিনাশী শপথ।
আমরা কাছে নই-
তবু প্রতিটি অশ্রুবিন্দুতে
প্রমাণিত হয়-
২২৪২ কিলোমিটারও
প্রেমের অগ্নি নির্বাপিত করতে পারে না।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।