• শিরোনাম

    মুক্তাগাছার গর্ব ছাপাইশিল্পী ড. হীরা সোবহান

    খায়রুল ইসলাম (মুক্তাগাছা প্রতিনিধি): বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১

    মুক্তাগাছার গর্ব ছাপাইশিল্পী ড. হীরা সোবহান

    মুক্তাগাছার গর্ব ছাপাইশিল্পী ড. হীরা সোবহান

    apps

    মুক্তাগাছার মাটির ঘ্রাণে বেড়ে উঠেছেন অনেক গুনীজন।তাদের মধ্যে ছাপাইশিল্পী ড.হীরা সোবহান অন্যতম।তিনি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভার অন্তর্গত নন্দীবাড়ী গ্রামে ২৪ শে মে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন।১৯৮৮-৮৯ সেশন প্রি-বিএফএ শ্রেণীতে চারুকলা ইন্সটিটিউট (বর্তমান চারুকলা অনুষদ),ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং প্রি-ডিগ্রী (২য় বিভাগ ১৯৯০)প্রিন্ট মেকিং বিভাগ বিএফএ(২য় শ্রেণীতে ১ম স্থান ১৯৯৩),এমএফএ পর্যায়ে (১ম শ্রেণীতে ১ম স্থান ১৯৯৫)অর্জন করেন।বাংলাদেশের ছাপচিত্রকলা এবং তিনজন শিল্পী:সফিউদ্দিন আহমেদ,মোহাম্মদ কিবরিয়া ও মনিরুল ইসলাম (১৯৪৮-২০০৮)শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।চিত্রকলা ও ছাপচিত্রকলায় বঙ্গবন্ধু স্বর্গ পদকসহ ১৫ টি পুরস্কার লাভ করেন।চিত্রকলা ও ছাপচিত্রকলায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে চিত্রশিল্পী জয়নুল আবেদীন,এসএম সুলতান ও শেরে বাংলা স্বর্ণ পদকসহ ৬টি পদক লাভ করেন।তিনি প্রায় ৮০ টি গুরুত্বপূর্ন জাতীয়, আন্তর্জাতিক ও অন্যান্য দলীয় চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।নড়াইলে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় কিউরেটর এবং বাংলাদেশ টেলিভিশনে গ্রাফিক ডিজাইনার হিসেবে নিয়োজিত ছিলেন।আলিয়ঁস ফ্রঁসেস লা গ্যালারিতে ২০১৯ সালে একক মিনিয়েচার চিত্র,বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ২০০৩ সালে ছাপচিত্র ও চিত্রকলায় ২টি একক প্রদর্শনী করেছেন।বাংলাদেশ জাতীয় জাদুঘর সহ দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ সংগ্রহশালায় ও ব্যক্তিগত উদ্যোগে তাঁর শিল্পকর্ম সংগৃহীত রয়েছে।বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।শিল্প-সাহিত্য-সংস্কৃতি-বিজ্ঞান বিষয়ক ষান্মাসিক পত্রিকা “শিল্পকথা”র সম্পাদক,”এফ রহমান ও কে নেছা ফাউন্ডেশন”র চেয়ারম্যান এবং “এফ রহমান ও কে নেছা প্রিন্ট মেকিং ষ্টুডিও”র মহাব্যবস্থাপক।”এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ”র সদস্য,”মুক্তাগাছা পৌর পাঠাগার”র আজীবন সদস্য,”মুক্তাগাছা শিল্প ও সাহিত্য পর্ষদ”র সম্মানিত উপদেষ্টা এবং প্রিন্ট মেকিং বিভাগ,চারুকলা অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য।এছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সেবামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।

    “ছাপচিত্রকলা”ও “ছাপাই ছবির করণকৌশল”তাঁর অন্যতম প্রকাশিত গ্রন্থ।”বাংলাদেশের ছাপচিত্র”,”বাংলাদেশের চিত্রকলা”,”বিশ্বশিল্পের ইতিবৃত্ত”,”আধুনিক শিল্পকাহন”,”বিশ্বখ্যাত দশ ছাপচিত্র”তাঁর প্রকাশিতব্য গ্রন্থ।”ছাপ-প্রস্তরের গহীনে”তাঁর প্রকাশিত অন্যতম কাব্যগ্রন্থ।”এশিয়াটিক সোসাইটি পত্রিকা”,শিল্পকলা”,বাংলাদেশ শিল্পকলা একাডেমী;”ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ জার্নাল”,রাজশাহী বিশ্ববিদ্যালয়: কলা অনুষদ এবং রাবি থেকে প্রকাশিত “গবেষনা পত্রিকায় চারুকলা বিষয়ক ৭ টি গবেষনা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর কর্ম বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে যাচ্ছে।তাঁর যাপিত জীবন খুবই সাধারণ।

    বাংলাদেশ সময়: ২:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রূপা

    ২৪ অক্টোবর ২০২০

    নায়িকা হয়েও কবি ছিলেন

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ছোটগল্প (দেনা)

    ২৫ জুলাই ২০২১

    আর্কাইভ