• শিরোনাম

    “হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার”

    শাহ জালাল আহাম্মদ শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

    “হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার”

    apps

    গত ০১ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. লাখাই থানায় ভিকটিম জনৈক ফুলজাহান বেগম (৬২), স্বামী- মৃত আলী আহমদ, সাং- জিরুন্ডা , থানা-লাখাই, জেলা- হবিগঞ্জ হত্যা সংক্রান্ত একটি হত্যা মামলা রুজু হয়।

    উক্ত হত্যার মামলার সংবাদ প্রাপ্তির পর অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম- সেবা মহোদয়ের নির্দেশে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে মাঠে নামে লাখাই থানা পুলিশ।

    এরই সূত্র ধরে লাখাই থানা পুলিশ মামলা রুজু হওয়ার পর ঐ দিনই আসামি সুমাইয়া আক্তার (২২), স্বামী – মহিবুল হাসান, সাং- জিরুন্ডা, থানা- লাখাই, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করে।

    পরে পুলিশ হেফাজতে নিয়া জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত আসামী সুমাইয়া আক্তার হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করিলে অদ্য ০২/০২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য প্রেরণ করিলে আসামি নিজেই তার শ্বাশুড়ি ভিকটিম ফুলজাহান বেগম (৬২) কে বসতঘরে শাড়ি কাপড়ের ডোরা (পাইর) দ্বারা গলায় পেচাইয়া হত্যা করে মৃতদেহ বাড়ীর পাশে কচুরিপানাযুক্ত ডোবার নিচে রাখিয়া লাশ গুম করে মর্মে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে ।

    বাংলাদেশ সময়: ৯:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ