• শিরোনাম

    স্মার্ট বাংলাদেশের সফলতা আসবে, মেধাবী শিক্ষার্থীর সফলতার মাধ্যমে- এমপি তানভীর শাকিল জয়

    আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

    স্মার্ট বাংলাদেশের সফলতা আসবে, মেধাবী শিক্ষার্থীর সফলতার মাধ্যমে- এমপি তানভীর শাকিল জয়

    apps

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা – ২০২১ প্রকল্প হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ কাজিপুরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট) বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয় বলেন, স্মার্ট বাংলাদেশের সফলতা আসবে মেধাবী শিক্ষার্থীর সফলতার মাধ্যমে। জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশ গড়তে, প্রয়োজনীয় পদক্ষেপ অনুসারে আজ তোমাদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। যাতে করে অবাধ তথ্য প্রবাহের আলোকে নিজেকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে পার। তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের ভীত আমরা করে দেব, তোমাদের জীবন তোমাকেই গড়তে। কথাটি উপলব্ধি করে, সেই ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে।

    ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা ও ট্যাব বিতরণ সভা অনুষ্ঠিত হয়। কাজিপুরের ৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ দেয়া হয়। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর সরকারি এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদা খাতুন, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তাগণ

    বাংলাদেশ সময়: ১১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ