• শিরোনাম

    স্বাস্থ্য সেবায় চাটখিল সরকারি হাসপাতাল তৃতীয় স্থান অর্জন

    সাইফুদ্দিন আহমাদ, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: রবিবার, ০৬ আগস্ট ২০২৩

    স্বাস্থ্য সেবায় চাটখিল সরকারি হাসপাতাল তৃতীয় স্থান  অর্জন

    apps

    নোয়াখালী জেলার চাটখিল সরকারি হাসপাতাল স্বাস্থ্য সেবায় সারা দেশে সেবার মানদন্ডে নিজের জায়গা করে নিয়েছে। জাতীয় রেংকিং বোর্ডের সূত্রে জানা গেছে সারা বাংলাদেশে উপজেলা পর্যায় চাটখিল সরকারি হাসপাতাল তৃতীয় অর্জন করেছে এবং চট্টগ্রাম বিভাগে হয়েছে প্রথম
    স্থান । এর আগেও চাটখিল সরকারি হাসপাতাল টপ-১০ এ বেশ কয়েকবার হয়েছে বলে জানা যায়।

    হাসপাতাল সূত্রে জানা যায়, সার্বক্ষনিক ডাক্তারের উপস্থিতি, কর্মতৎপরতা, ২৪ ঘন্টা ইমারজেন্সিতে আউটস্ট্যান্ডিং সেবা,বৈকালিক স্বাস্থ্য সেবা, সার্বক্ষনিক প্রসুতি মায়েদের নরমাল ডেলিভারী সেবা ও সিজারিয়ান অপারেশন , ইনডোরের কোয়ালিটি সম্পূর্ণ রাউন্ড,ডেঙু রোগীর আলাদা ওয়ার্ড, জাতীয় গাইডলাইন অনুযায়ী সেবা, ৫০ বেডের হসপিটালে, বেডের বিপরীতে প্রতিদিন দ্বিগুন পরিমান রোগী ভর্তি থাকা, এত ভর্তি রোগীদের অল্প সংখ্যক নার্সরা দক্ষতার সাথে সার্বক্ষনিক মনিটরিং এবং ক্যানুলা দিয়ে যাচ্ছে, এনসিডিসিতে ১ মাসের ঔষধ দেওয়া, এক্স রে, ইসিজি সহ আধুনিক সকল ল্যাব ইনভেস্টিগেশন হাসপাতালে করা, যক্ষা রোগীর কর্ণার, শিশু কর্নার, সিসি কর্ণার, ডেঙু কর্ণার, সহ বর্হিবিভাগে প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাওয়া হচ্ছে, ইপিআই- ভ্যাক্সিনসনে অভাবনীয় সাফল্য, এই সব কিছুর প্রতিফলনই হচ্ছে জাতীয় পর্যায় উপজেলা লেভেলে চাটখিল সরকারি হাসপাতাল এগিয়ে রয়েছে।

    এ ব্যাপারে ডাক্তার খোন্দকার মোস্তাক আহমেদ জানান, নোয়াখালী ০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের বারবার নির্বাচিত সাংসদ ও উপজেলা স্বাস্থ্য বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি, এমপি এইচ এম ইব্রাহিম এর দিকনির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে উপর্যুক্ত সেবাসমুহ নিরবচ্ছিন্ন
    ভাবে দেওয়া সম্ভব হয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের ডায়নামিক ডিভিশনাল ডিরেক্টর ডা: মহিউদ্দিন, সকাল-সন্ধ্যা সবসময় চট্টগ্রাম বিভাগের সকল হাসপাতাল খোঁজ খবরে ব্যস্ত থাকেন এবং যার অক্লান্ত পরিশ্রমে চট্টগ্রাম বিভাগীয় সকল স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে সক্ষম হয়েছে। খোন্দকার মোস্তাক আহমেদ আরো জানান, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এর সহযোগীতাও ছিল এই সাফল্যের এক প্রান্ত। যার দক্ষ দিকনির্দেশনায় চাটখিল সরকারি হাসপাতালের বর্তমান অবস্থা । নোয়াখালীর অন্যান্য উপজেলাও জাতীয়ও রেংকিং এ এগিয়ে আসছে।

    বাংলাদেশ সময়: ৯:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ