• শিরোনাম

    সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা

    এস,এম মনির হোসেন শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

    সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা

    apps

    নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ১লা সেপ্টেম্বর ২০২৩ ইং শনিবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (সাভার,ঢাকা)

    মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: নূরুল আলম,তার স্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের সাইবার টেকনোলজির (ডাটা সফটওয়্যার)প্রেসিডেন্ট মন্জুর মাহমুদ।

    সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর (এসপিপি, পিবিজিএম) ব্রিগেডিয়ার জেনারেল মো: জহিরুল হক খাঁন।

    মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেঘনা ব্যাংক লি: এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীন মিয়া।
    সংবর্ধনা অনুষ্ঠানে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনা, ডিআইজি ঢাকা রেঞ্জ এর কার্যালয়ের পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম), বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাজহারুল ইসলাম,ঢাকা বিআইডব্লিউটি এর পরিচালক মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম সুমন, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:সাইফুল ইসলাম প্রধান। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলম, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: গিয়াস উদ্দিন, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. শায়লা নাসরিন, ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান শামসুল আলম পনির, সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান অপু,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আবুল কালাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর খালেদ সাইফুল্লাহ, নরসিংদী সরদার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নূর আলম,ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট মো: জহিরুল ইসলাম, সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যক্ষ এ এস এম কামরুজ্জানসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রী ও তাদের অবিভাবকগণ।
    পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রী ও গুনীজনদের মাঝে সংবর্ধনা দেয়া হয়।

    বাংলাদেশ সময়: ৭:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ